Recents in Beach

অনুপ্রেরণামূলক গল্প এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প – ঈগলছানার গল্প

বিশাল এক পাহাড়ের উপরে একবার এক মা ঈগল বাসা বেঁধেছিলো ডিম পাড়ার জন্যে । সেখানে সে চার চারটি ডিম পেড়েছিলো । সারাদিনের মধ্যে সকালে শুধু একবারের জন্য সে ডিমগুলোকে রেখে খাবারের খোঁজে যেতো । আর কিছু খাবার যোগাড় করে খেয়ে সারাদিন সেই মা ঈগল ডিমগুলোকে পাহারা দিতো ।

ঈগলছানার গল্প

ঈগলছানার গল্প

মুরগির ঝাঁকের মধ্যে ঈগল

একদিন সকালে মা ঈগল যখন খাবারের খোঁজে গিয়েছিলো, তখন হালকা ভূমিকম্পে গোটা পাহাড়টা নড়ে উঠলো । আর তখনি ঈগলের বাসা থেকে একটা ডিম পড়ে গেলো নীচে । নীচে একটা মুরগী খড়ের গাদায় বেশ কয়েকটি ডিম পেড়েছিলো । ঈগলের ডিমটা গিয়ে পড়লো খড়ের গাদায়, মুরগীর ডিমগুলোর কাছেই । মুরগী সেই ডিমটাকেও নিজের ডিম ভেবে তার অন্য ডিমগুলোর সঙ্গে নিয়ে গিয়ে রাখলো আর নিজের ডিম হিসাবেই যত্ন নিলো আর ডিম ফোটার জন্যে তা দিতে লাগলো । 

যথারীতি সময় হলে মুরগীর ডিমগুলোর সঙ্গে সেই ডিম থেকেও বাচ্চা ফুটে বেরোলো । মুরগী দেখলো তার একটি বাচ্চা একটু অন্যরকম দেখতে হয়েছে । আর বোধহয় সেইজন্যই মা মুরগী ঈগলের বাচ্চাটিকে বেশি বেশি খেয়ালে রাখতো । ইগলের বাচ্চাটি মুরগীর বাচ্চাগুলোর সঙ্গেই মুরগীর বাচ্চার মতো্ই মা মুরগীর তত্ত্বাবধানে বড় হতে লাগলো । তার হাবভাব, মানসিকতা, খাদ্যাভ্যাস ইত্যাদি সবই গড়ে উঠলো মুরগীর বাচ্চাদের মতো করেই ।   

একটি ভিন্ন চিন্তার মন

আকাশে ঈগল দেখতে পেলেই মা মুরগী তাদের সাবধান করতো লুকিয়ে পড়ার জন্যে । কিন্তু মুরগীর বাচ্চার ঝাঁকে লুকিয়েও ঈগলের বাচ্চাটি কিছু অন্যরকম অনুভব করতো । সে লুকিয়ে লুকিয়ে দেখতো উঁচু আকাশে ঈগলের ভেসে যাওয়া । আর দেখতে দেখতে সে ভাবতো ইস্, যদি সেও ওইরকম উচু আকাশে ঈগলের মতো ভেসে বেড়াতে পারতো তাহলে কি মজাই না হতো । একদিন সে মা মুরগীকে জিজ্ঞাসাও করে ফেললো, মা আমরা কতো বড় হলে ইগলদের মতো্ উচু আকাশে ভেসে ভেসে উড়তে পারবো ? তার প্রশ্ন শুনে মা মুরগী হেসে উত্তর দিলো, “ধুর পাগল, আমরা যতো বড়ই হোই না কেন আমরা ঈগলদের মতো উড়তে কখনোই পারবো না, আমরা যে মুরগী, মুরগীরা কখনো ওইরকম উড়তে পারে না ।“

কিন্তু সেই কথাতে ঈগলের বাচ্চার মন ভরতো না । সে একা্ একাই উড়তে চেষ্টা করতো । আর ঈগলদের দেখতে পেলেই চোখ-মন-প্রাণ ভরে দেখতো ডানা মেলে তাদের উড়ে বেড়ানো । আর মনে মনে কল্পনায় সে-ও ডানা মেলে উড়ে বেড়াতো নীল আকাশে । তার মুরগী মা তার পাগলামো দেখে তাকে বারবার বোঝাতো যে “তারা মুরগী, আর মুরগীরা উড়তে পারে না ।“ কিন্তু তাতে ঈগলের বাচ্চার স্বপ্ন দেখা আটকানো যেতো না । সে যখনই একা থাকতো, চেষ্টা করতো ওড়বার জন্যে ।

সমস্যার মধ্যে সুযোগ 

এইরকম করে বেশ কয়েকমাস কেটে গেলো । মুরগীর বাচ্চারা এখন্ একটু বড় হয়েছে । হঠাৎ একদিন এক ঈগল আক্রমণ করলো সেই মুরগীর বাচ্চার ঝাঁকে । সে উপর থেকে ছোঁ মেরে তুলে নিয়ে চলে গেলো মুরগীর ঝাঁক থেকে ঈগলের বাচ্চাটিকে । ঈগলের বাচ্চাটি ভাবছিলো আজ তার শেষ দিন । আর তার আকাশে্ ওড়ার স্বপ্ন পূরণ হলো না । তাই সে ঈগলের পায়ে আটকে থাকা অবস্থাতেই নীচে তাকিয়ে ওড়ার মজা নিয়ে নিচ্ছিলো । আর ঈগল উড়ে উড়ে তাকে তুলে নিয়ে গেলো একটা বড় পাহাড়ের উপরে । পাহাড়ের উপরে নিয়ে গিয়ে্ ঈগলটি তাকে জিজ্ঞাসা করলো “আরে তুই তো ঈগলের বাচ্চা, তাহলে তুই মুরগীর বাচ্চার মধ্যে কি করছিলি?” এই কথা শুনে বাচ্চা্ ঈগল বললো, “না না আমি মুরগীর বাচ্চা, ঈগল নই” । ঈগল যতো তাকে বোঝাতে যায় যে সে ঈগলের বাচ্চা, সে কিছুতেই মানতে রাজি হয় না ।

মহাশূন্যে নিজেকে চেনা

তখন বড় ঈগল তাকে আবার নখে করে ধরে উড়ে যায় আকাশে । আর্ উড়তে উড়তে উঠতে থাকে অনেক অনেক উঁচুতে । অনেক উঁচুতে উঠে হঠাৎ আচমকা বড় ইগল তার নখ থেকে ছেড়ে দেয় বাচ্চা ইগলটিকে । ইগলছানাটি পড়তে পড়তে ডানা ঝাপটাতে থাকে, চেষ্টা করে উড়ে নিজেকে বাঁচাবার জন্যে । সে নীচে পড়তে পড়তে প্রাণপণে ডানা নাড়তে থাকে, হঠাৎ একসময় সে উঠতে থাকে উপরে । আর ডানা ঝাপটাতে ঝাপটাতে সে উড়তে থাকলো আরো আরো উঁচুতে, আর ডানা মেলে ভাসতে থাকে আকাশে । নীচ থেকে দেখে বোঝা যাচ্ছিলো সে খুব মজা পাচ্ছে আকাশে ওড়ার । ধীরে ধীরে উড়তে উড়তে আর আকাশে ভাসতে ভাসতে সে দুরে দুরে আরো দুরে হারিয়ে গেলো ।

আপনার ঈগলসুলভ সম্ভাবনা

সে চিনতে পারে নিজেকে যে, সে ঈগল । সে জন্মেছে আকাশে ওড়ার জন্য । সে নিজের মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতাকে চিনতে পারে, বুঝতে পারে । সে বুঝতে শেখে পরিস্থিতি, আশপাশের মানুষের কথা তাকে তার পরিচয়-ক্ষমতা-বিশ্বাস সম্পর্কে সন্দেহ তৈরী করে দিলেও কোন না কোন একদিন সে বিশ্বাস ফিরে পাবে আর সেই আত্মবিশ্বাসের ডানায় ভর করে সে উড়ে বেড়াবে অসীম আকাশে । প্রয়োজন শুধু অন্যরকম চিন্তা-ভাবনা, সমস্যাকে দেখে পালিয়ে না যাওয়ার মানসিকতা আর নিজে দেখা স্বপ্ন আর স্বপ্নপূরণের তাগিদ ।

  'গল্পের ঝুলি' তে পড়ুন - ভূতের গল্প

গল্পটি পড়ে আপনার কেমন লাগলো ? কিরকম অনুভূতি হলো ? কখনো আপনার পরিস্থিতির চাপে, জীবনের রুজি-রোজগারের তাগিদে কখনো আপনি আপনার স্বপ্ন হারিয়ে ফেলছেন না তো ? নিজেকে মনে হচ্ছে না তো, মুরগীর ঝাঁকে আটকে পড়া ঈগলছানা ? তাহলে এই গল্প আপনার জন্য, নিজেকে খুজে বার করুন, আবিষ্কার করুন আপনার ইচ্ছা-স্বপ্নগুলোকে, আর চেষ্টা করতে থাকুন আকাশে ওড়ার .... । ভালো থাকবেন, আর “গল্পের ঝুলি” পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ